মিরসরাইয়ের ইকোনোমিক জোনে বিদেশী প্রতিষ্ঠানের আড়ালে মদ উৎপাদন কারখানার সন্ধান

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই এবং ফেনীর সোনাগাজী উপজেলার মোট ৩০ হাজার একর জায়গায় গড়ে উঠছে বঙ্গবন্ধু শিল্পনগর। ২০১৪ সালে কাজ শুরু হওয়া এই প্রকল্পে বিভিন্ন দেশি-বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের বিনিয়োগে ধীরে ধীরে গড়ে উঠছে শিল্পকারখানা।
এবার এই প্রকল্পের মিরসরাই উপজেলার একটি অংশে বিশাল মদের কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে সেখানে অভিযান চালায় সংস্থাটি।
এরপর কারখানাটি থেকে জব্দ করা হয় ১০ হাজার লিটার চোলাই মদ ও ৮০ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ। জব্দ হওয়া এসব মদ ও উপকরণের আনুমানিক বাজারমূল্য সাত কোটি টাকা বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা।
অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম র‍্যাবের কর্মকর্তা মেজর মোহাম্মদ মোস্তফা জামান বলেন, আমাদের অভিযানের আগেই কারখানা মালিকরা পালিয়ে যায়। মাটির নিচে গড়ে তোলা এই কারখানা তৈরির নেপথ্যে আমরা আপাতত তিনজনের নাম পেয়েছি। তারা হলেন- সাহাব উদ্দিন (৪০), হেফাজ উদ্দিন তোফাইল (৩২) ও মো. সাহেদ (৩০)। এই তিনজনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

ডিসি/এসআইকে/এসইউআর