চট্টগ্রামে বিধি-নিষেধ না মানায় আরো ৬ হোটেল-রেস্টুরেন্টকে জরিমানা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
করোনা সংক্রমণ ঠেকাতে হোটেল-রেস্টুরেন্টে টিকা সনদ ছাড়া প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।  কিন্তু সেই নির্দেশনা না মেনে চট্টগ্রাম নগরের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট গ্রাহকদের খাবার পরিবেশন করে চলেছে।  এটা ঠেকাতে দ্বিতীয় দিনের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।  এতে নগরের ৬ রেস্টুরেস্ট ও হোটেলকে প্রায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৩ জানুয়ারি) নগরের নাসিরাবাদ, লালদিঘী ও আন্দরকিল্লা এলাকার হোটেল ও রেস্টুরেন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চসিক’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।  এ সময় লালদিঘী ও আন্দরকিল্লা এলাকায় ফুটপাতে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনার দায়ে ৬ ব্যক্তিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, করোনা প্রতিরোধে সরকারঘোষিত বিধিনিষেধ অমান্য ও টিকা সনদ ছাড়া গ্রাহকদের খাবার পরিবেশনের দায়ে নাসিরাবাদের সুলতান ডাইনকে ১০ হাজার টাকা, তেরাকোটা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, হোয়াইট রেবিটকে ৫ হাজার টাকা, ক্রেব ৫ হাজার টাকা, লালদিঘীর পাড় এলাকার নিউ মালঞ্চকে ২ হাজার টাকা ও পড়শী রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, করোনা সংক্রমণ বাড়ছে।  এ সময় টিকা সনদ ও মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করার জন্য এ অভিযান পরিচালিত হয়েছে।  সরকারি বিধিনিষেধ পুরোপুরি মেনে চলার জন্য হোটেল-রেস্টুরেস্ট মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিসি/এসআইকে/আরসি