‘করাপশন ইন মিডিয়া’ পেজের বিরুদ্ধে হাই কোর্টে এরতেজা হাসান

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
লন্ডন থেকে সাংবাদিক জাওয়াদ নির্ঝর পরিচালিত ‘করাপশন ইন মিডিয়া’ নামে ফেসবুক পেজে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।  একইসঙ্গে ওই পেজে প্রচার করা মানহানিকর ভিডিও অপসারণ চাওয়ার আবেদন ৭ দিনের মধ্যে বিটিআরসিকে নিষ্পত্তি করতে বলেছেন আদালত।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৪ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্ব য়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।  আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নিগার সুলতানা।  অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
এর আগে করাপশন ইন মিডিয়া নামে ফেসবুক পেজে অপপ্রচার নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন দৈনিক ভোরের পাতা ও দ্য পিপলস্ টাইম পত্রিকার সম্পাদক-প্রকাশক ড. কাজী এরতেজা হাসান।  সে রিটের শুনানি নিয়ে আদেশসহ রুল জারি করলেন হাইকোর্ট।

ডিসি/এসআইকে/এমএকে