ইয়াবা ব্যবসায়ী ‘মানবাধিকার সংস্থার পরিচালক’ও!

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
কক্সবাজার থেকে ইয়াবা আনার পথে চট্টগ্রামে র‌্যাবের হাতে আটক হয়েছেন এক ব্যক্তি, যিনি নিজেকে ‘মানবাধিকার নেতা’ হিসেবে পরিচয় দিতেন।
রবিবার (২৩ জানুয়ারি) রাতে নগরীর শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে নছিবুর রহমান নামের ওই ব্যক্তিকে আটক করার কথা র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 ৪৩ বছর বয়সী নছিবুরের বাড়ি ফরিদপুর সদর উপজেলার গোয়াল চামুর এলাকায়।  সাথে থাকা ল্যাপটপ, চার্জার ও মোবাইল ফোনের পাওয়ার ব্যাংকের ভেতরে করে তিনি ইয়াবা পাচার করছিলেন বলে র‌্যাবের ভাষ্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বাসে তল্লাশি চালিয়ে নছিবুরকে আটক করে।  পরে তার সাথে থাকা ট্রলি ব্যাগের ভেতর থেকে ল্যাপটপ, চার্জার ও মোবাইল পাওয়ার ব্যাংকে বিশেষ কৌশলে রাখা ৩ হাজার ৬৩০ ইয়াবা জব্দ করা হয়’।
র‌্যাব বলছে, নছিবুর নিজেকে ‘মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’ নামের কথিত এক সংস্থার পরিচালক পরিচয় দিয়ে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন।  তার কাছ থেকে একটি পরিচয়পত্রও জব্দ করা হয়েছে।
নাছিবুরের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় মাদক আইনে মামলা করেছে র‌্যাব।

ডিসি/এসআইকে/আরসি