শপথ নেওয়ার পরপরই রাঙামাটির ৪ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
রাঙামাটিতে চার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ শেষে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শপথগ্রহণ শেষে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার চার চেয়ারম্যান হলেন- রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কানন চাকমা, নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়নের প্রমোদ খীসা ও সাবেক্ষ্যং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুপম চাকমা।
জেলা পুলিশ সুপার মীর মোদাছ্ছের হোসেন জানান, গ্রেফতার চার ইউপি চেয়ারম্যানই নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
২০১৮ সালের ৩ মে দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনেই তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।  এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করে আসছে জনসংহতি সমিতি।

ডিসি/এসআইকে/এমএএইচ