খালে ফেলে দেওয়া নবজাতকের মা-বাবা দাবি প্রেমিক যুগলের

বান্দরবান প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
খালে ফেলে দেওয়ার চারদিন পর নবজাতকের মা-বাবা দাবি নিয়ে থানায় হাজির হয়েছেন প্রেমিক যুগল।  বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বান্দরবান সদর থানায় এসে ওই নবজাতককে নিজেদের সন্তান বলে দাবি করেন তারা।  এর আগে ২৭ ফেব্রুয়ারি বান্দরবানের সুয়ালক ইউনিয়নের কদুখোলা খাল পাড়ে বস্তা মুড়িয়ে ওই নবজাতককে ফেলে যান তারা।
স্থানীয়রা জানান, সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মো. ইসলামের ছেলে আব্দুস সালামের (২৯) সঙ্গে আব্দুল মতিনের মেয়ে ফারহানা বিয়ের কথাবার্তা হয়।  বিয়ের আগেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  এক পর্যায়ে শারীরিক সম্পর্কের কারণে ছেলেটির জন্ম হয়।  ২৭ ফেব্রুয়ারি সবার অগোচরে বস্তায় ভরে নবজাতককে ফেলে দেন তারা।  পরে খালে মাছ ধরতে গেলে আব্দুল করিম নবজাতককে দেখে বাড়িতে নিয়ে যান।  পরে পুলিশ তাকে উদ্ধার করে।  আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে নবজাতকটি দত্তক নেন বালাঘাটায় বসবাসকারী এক দম্পতি।
বান্দরবান সদর থানার পুলিশ উপ-পরিদর্শক রিয়াদ জানান, আব্দুর সালাম ও ফারহানা আমাদের কাছে এসেছিলেন।  আদালত যেহেতু নবজাতকটিকে অন্যের জিম্মায় দিয়েছেন সেহেতু এখানে আমাদের করার কিছু নেই।
এ বিষয়ে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নবজাতকের বাবা-মা পরিচয় দিয়ে দুজন থানায় এসেছিলেন।  তবে তাদের সঙ্গে আমার দেখা হয়নি।

ডিসি/এসআইকে/এমএসএ