আকবরশাহ’য় তরুণীদের উত্যক্তের প্রতিবাদকারী যুবককে কোপাল কিশোর গ্যাং সদস্যরা

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় কিশোরী-তরুণীদের উত্যক্তকারী কিশোর গ্যাং সদস্যদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাদ্দাম হোসেন (৩৫) নামে এক যুবক।  এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে দুই হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।  ধারালো কিরিচের কোপে গুরুতর আহত সাদ্দামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) ভোরগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।  আটককৃতরা হলেন ইব্রাহীম রাজা মিয়া (১৯) ও মো. আল আমিন (২৫)।
জানা গেছে, শুক্রবার ভোগত রাত ১ টার দিকে আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকার একটি অনুষ্ঠানে মেয়েদের সাথে অশোভন আচরণ শুরু করে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য।  এ সময় সাদ্দাম প্রতিবাদ করে।  এতে ক্ষিপ্ত হয়ে কিরিচ, দা নিয়ে সাদ্দামের উপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা।  স্থানীয়রা এ সময় আহত সাদ্দামকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।  তারা কিরিচসহ দুইজনকে আটকে পর পুলিশের হাতে সোপর্দ করে।
এ ঘটনায় সাদ্দাম হোসেনের বাবা শফিউল্লাহ বাদি হয়ে ৩ জনের নামে মামলা দায়ের করেন।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, ‘হামলাকারীদের ২ জনকে মামলার ভিত্তিতে আদালতে পাঠানো হয়েছে।  মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে’।
জানা গেছে, হামলাকারী কিশোররা স্থানীয় এক যুবলীগ নেতার অনুসারি।  তারা এলাকায় নানান ধরণের অপরাধে যুক্ত।  স্থানীয় কিশোরী-তরুণীদের আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করা তাদের নিয়মিত কাজ।  এছাড়াও জায়গা দখল, চাঁদাবাজিসহ নানান অপকর্মে তাদের ব্যবহার করে রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা।  এলাকার এসব কিশোর গ্যাং গড়ে তোলা এবং তাদের নিয়ে রাজনীতি করা চিহ্নিত কিশোর গ্যাং গডফাদারদের বিরুদ্ধেও আইনী ব্যবস্থা নেয়া দরকার।  উঠতি কিশোরদের বিপথে নিয়ে যাচ্ছে এসব নেতিবাচক কর্মকাণ্ড।

ডিসি/এসআইকে/আরসি