তিন পার্বত্যজেলার ১৩০ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির বিভিন্ন উপজেলায় ১৩০টি অবৈধ ইটভাটা ভেঙ্গে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  পাশাপাশি ওইসব ইটাভাটার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থারও নির্দেশ দেওয়া হয়েছে।  ১৩০ টির মধ্যে খাগড়াছড়িতে ৩৫টি ,বান্দরবানে ৭০টি ও রাঙামাটিতে ২৫টি ইটভাটা রয়েছে।
সোমবার (১৪ মার্চ) বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
সংবাদপত্রে এই তিন জেলার ইটভাটা লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছে এবং পাহাড় কেটে মাটি ইটভাটায় কাঁচামাল হিসেবে ব্যবহার এবং বনের গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে মর্মে সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) রিট করে।
পরে মনজিল মোরসেদ জানান, আদালতের আদেশে এ তালিকা দিয়েছেন তিন জেলা প্রশাসক।  এসব অবৈধ ইটভাটা ভেঙ্গে অপসারণ করে ছয় সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ডিসি/এসআইকে/এমএএইচ