৪৮ রোহিঙ্গা মালয়েশিয়ায় পাচারকালে উদ্ধার, আটক ৬

কক্সবাজার প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজারের উখিয়া থেকে ৪৮ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ।  এ সময় মানবপাচার চক্রের ছয় সদস্যকেও আটক করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) রাতে উপজেলার ভূমি অফিসের সামনে থেকে রোহিঙ্গাদের উদ্ধার ও জড়িতদের আটক করা হয়।  আটকরা হলেন- টেকনাফের পুরান পল্লান পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে ফজল আহমদ (৬৫), একই এলাকার মো. ইউনুছ প্রকাশ ফকিরের ছেলে মোহাম্মদ আলী জোহার (২৮), উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজম রাস্তা এলাকার মো. জালালের ছেলে ইমাম হোসেন(৩৫), বালুখালীর ভাদিতলা এলাকার মৃত আক্তার কামালের ছেলে মোহাম্মদ রুবেল (১৯) এবং জিয়াবুর হকের ছেলে মো. জুবায়ের (২০), রাজাপালং ইউনিয়নের হাজম রাস্তা এলাকার আয়ুব আলীর ছেলে মো. আয়াছ (১৯)৷
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ সঞ্জুর মোরশেদ বলেন, আটকরা আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য।  চক্রটি দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে মানবপাচার করে আসছিল।  অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে উখিয়া থেকে ৪৮ রোহিঙ্গা নারী পুরুষকে উদ্ধার করা হয়েছে।

ডিসি/এসআইকে/এফআরইউ