কিশোরগঞ্জে হত্যা করে চট্টগ্রামে আত্মগোপনে থাকা নারী ডাকাত আটক

চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে হত্যা মামলায় সাত বছর ধরে পলাতক এক আসামিকে আটক করেছে র‍্যাব।  শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।  এর আগে, বৃহস্পতিবার তাকে আটক করা হয়।
গ্রেফতার লাইলী ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর কামাটখালী এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
র‍্যাব জানায়, ২০১৫ সালে কিশোরগঞ্জের সদর থানা এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ টাকা লুট করে একদল ডাকাত।  একই সঙ্গে বাড়ি মালিককে একা পেয়ে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করে তারা।  ওই ঘটনায় মামলা হলে ডাকাত দলটির কয়েক সদস্যকে গ্রেফতার ও ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।  যেখানে লাইলী ছিলেন অন্যতম আসামি।
র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ঘটনার পর নিজ এলাকা ছেড়ে চট্টগ্রামে চলে আসেন লাইলী।  এরপর থেকে দীর্ঘ সাত বছর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছেন।  খবর পেয়ে লাইলীকে আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব।  এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার হাটহাজারীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারের পর ডাকাতি, হত্যাকাণ্ড ও লাশ গুমের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি।  পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিসি/এসআইকে/আরএআর