সেই ‘সাহেদের’ বিচার শুরু

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
দুদকের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।  অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।
রবিবার (১৭ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম আসামির বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।  এদিন কারাগার থেকে আসামি সাহেদকে আদালতে হাজির করা হয়।  এরপর সাহেদকে নির্দোষ দাবি করে তার আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।  অন্যদিকে দুদক অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।  উভয়পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০২০ সালের ৫ নভেম্বর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে সাহেদকে নোটিশ দিয়েছিল দুদক।  নির্ধারিত সময়ে তিনি তা জমা না দেওয়ায় তাকে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।
এরপরও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অনুসন্ধানের পর তার বিরুদ্ধে এ বছরের ১ জানুয়ারি মামলা করে দুদক।  এরপর গত বছরের ২৯ ডিসেম্বর চার্জশিট অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ডিসি/এসআইকে/এমএসএ