এসিড নিক্ষেপের মামলায় চট্টগ্রামে একজনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার এসিড নিক্ষেপের মামলায় মো. কামাল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আবদুল মজিদ এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ১৭ সেপ্টেম্বর নগরের সরকারি কমার্স কলেজ রোড এলাকায় একটি রেফ্রিজারেশন দোকানের কর্মচারী মো. জাকারিয়াকে এসিড ছুড়ে মারা হয়।  এতে তার চোখ, মুখ ও বুক ঝলসে যায়।  এ ঘটনায় জাকারিয়ার বাবা মো. ইউনুস বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন।  ২০০৪ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠন করা হয়।  মোট ৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
আদালতের বেঞ্চ সহকারী মো. মূসা জানান, এসিড নিক্ষেপের মামলায় মো. কামাল নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।  আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

ডিসি/এসআইকে/এনএনপি