পটিয়ায় ইউপি চেয়ারম্যান বিএম জসিম ছেলেসহ গ্রেফতার

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায়
আ’লীগের বিদ্রোহীপ্রার্থী হয়ে ইউপি চেয়ারম্যান হওয়া বিএম জসিম ও তার ছেলে মুশফিক উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ এপ্রিল) ভোরে হাইদগাঁও ইউনিয়নের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম।
ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলের ব্যানারে নাম না থাকায় আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে রাস্তার পাশে গাছের সঙ্গে বেঁধে বেদম মারধর করা হয়।
হাত পিছমোড়া করে বাঁধা, পরনে জামা নেই, রক্তাক্ত জিতেন গুহের এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওঠে নিন্দার ঝড় ওঠে।
এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদও প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে।  ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাও এই ঘটনাকে ভালোভাবে নেয়নি।  তারা এই কাণ্ডের সাথে যুক্তদের গ্রেফতার ও আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।  নির্যাতনের ছবিটি ভাইরাল হওয়ার পর প্রশাসনের উচ্চ পর্যায়ের নির্দেশে বিএম জসিম ও তার সন্তানকে গ্রেফতার করে পুলিশ।

ডিসি/এসআইকে/এসইউ