পাহাড়তলীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় মো. ফরিদ (৪২) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।  শনিবার (৭ মে) রাত ১২ টায় ডবলমুরিং থানার রেলওয়ে স্টেশন বাজারে এই ঘটনা ঘটে।  ফরিদ পাহাড়তলী থানার আই ডব্লিউ কলোনীর জাফর আহমেদের ছেলে।
নিহতের স্ত্রী নাহিদা আক্তার জানান, ‘আমার স্বামী রেলওয়ে থেকে পাহাড়তলী বাজার এলাকায় কিছু জমি বরাদ্দ নিয়েছে।  এসব জমিতে রমজানের আগে থেকে দোকান ঘর নির্মাণের চেষ্টা করছেন।  এতে স্থানীয় সন্ত্রাসীরা বাধা দেয়।  রমজানে স্থানীয় সন্ত্রাসী সোহেলের নেতৃত্বে আমার স্বামীকে ছুরিকাঘাত করা হয়।  তখন স্বামী বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।  তখন সন্ত্রাসীদের ভয়ে থানায় মামলা করিনি।  তার সেই ক্ষত শুকায়নি।  ছুরিকাঘাতকারী সোহেল বর্তমানে অন্য মামলায় কারাগারে।  গত কিছুদিন ধরে স্থানীয় সন্ত্রাসী আলো ও চশমা ফারুকসহ একটি গ্রুপ ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।  অন্যথায় দোকান নির্মাণ করতে দেওয়া হবে না এবং মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল’।
তিনি আরও জানান, ‘শনিবার দোকানের কাজ চলাকালীন সন্ত্রাসীরা রাতে আবারও চাঁদার জন্য এলে ঝগড়া হয়।  এ সময় সন্ত্রাসীরা আমার স্বামীকে মারধর ও ছুরিকাঘাত করে।  খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  সেখানে রাত সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়’।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার (এসি) আরিফ হোসেন জানান, ‘পূর্বশত্রুতার জের ধরে ফরিদকে হত্যা করা হয়েছে।  পাহাড়তলী বাজারে তার একটি কার ওয়াশের দোকান আছে।  এলাকার কিছু দুর্বৃত্ত বিভিন্ন সময়ে তার কাছ থেকে অবৈধ সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করে।  ফরিদ তা দিতে অস্বীকৃতি জানান।  তাদের বিরুদ্ধে মামলা করার ভয় দেখাতেন।  শনিবার রাতে পাহাড়তলী রেলওয়ে বাজার জামে মসজিদের সামনে ফরিদকে মারধর করার এক পর্যায়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।  তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩ টায় মারা যান।  এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।  জড়িতদের চিহ্নিতের চেষ্টা চলছে’।

ডিসি/এসআইকে/আরসি