হালিশহরে পরিত্যক্ত ভবন থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীণ হালিশহর আবাসিক এলাকার এইচ-ব্লকের একটি পরিত্যক্ত ভবন থেকে অটোরিকশাচালক মো. মারুফের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।  সোমবার (৯ মে) সকালে ১ নম্বর সড়কের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে হালিশহর থানা পুলিশ।
মারুফ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার নজরুল ইসলামের ছেলে।  তিনি নগরের হালিশহর সবুজবাগের আনন্দধারা হাউজিং এলাকায় নানির সঙ্গে বাস করতেন।  মারুফ পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক।
এই বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, ব্যাটারিচালিত ওই অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  মরদেহের ডান হাতের ওপরের কনুই, কোমরের বাম দিকের অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে।  উঁচু স্থান থেকে পড়ে গেছেন বা কেউ উঁচু স্থান থেকে কেউ ধাক্কাও দিতে পারেন।  মোবাইল ও মানিব্যাগের কার্ড থেকে মারুফের পরিচয় শনাক্ত হয়েছে।  মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আগামিকাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে।

ডিসি/এসআইকে/আরসি