মিরসরাইয়ে র‌্যাব সদস্যদের লুট করা অস্ত্র চিরকুটসহ রাস্তায় রেখে গেলো কে?

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
উত্তর চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারে ‘ডাকাত’ সন্দেহে দুই র‍্যাব সদস্যসহ তিন জনকে মারধর করে ছিনতাই করা অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।  রবিবার (২৯ মে) ভোরে বারৈয়ারহাট পৌরসভার পশ্চিম জামালপুর এলাকার রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, ‘ঘটনার পর শুক্রবার পৌর মেয়র, কাউন্সিলর, ব্যবসায়ী নেতা ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করে পুলিশ।  ওই সভায় জোরারগঞ্জ থানার পক্ষ থেকে অস্ত্রটি উদ্ধারের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।  রবিবার ভোরে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানান জামালপুর এলাকার রাস্তার পাশে একটি অস্ত্র পড়ে আছে।  তার কথার সূত্র ধরে অস্ত্রটি উদ্ধার করা হয়।  এ সময় অস্ত্রের সঙ্গে একটি চিরকুট পাওয়া গেছে।  চিরকুটে লিখা ছিল ঘটনার দিন অস্ত্রটি নিয়ে গেলেও ভয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দিতে পারেননি।  তাই রাস্তায় রেখে গেছেন।  সেজন্য ক্ষমা চেয়েছেন ওই ব্যক্তি।  আইনি প্রক্রিয়ার মাধ্যমে অস্ত্রটি র‍্যাবের কাছে হস্তান্তর করা হবে’।
গত ২৫ মে সন্ধ্যায় সাদা পোশাকে মাদক ব্যবসায়ীদের ধরতে বারইয়ারহাট বাজারে অভিযান চালায় র‌্যাব।  এ সময় এলাকায় ‘ডাকাত’ ঢুকেছে গুজব ছড়িয়ে র‌্যাবের ওপর হামলা চালানো হয়।  এতে র‌্যাব সদস্য শামীম কাউসার, সিপাহি মোখলেসুর রহমান ও সোর্স মো. পারভেজ আহত হন।
এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করে অস্ত্র, মাদক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার অভিযোগে তিনটি মামলা করে র‌্যাব।  ওসব মামলায় ১৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।
র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।  আহত র‌্যাব সদস্যরা ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন।  এ ঘটনায় জড়িত অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’

ডিসি/এসআইকে/এমএসএ