রোহিঙ্গা যুবকের হাত-মুখ বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক যুবকের হাত-মুখ বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
উখিয়ার কুতুপালংয়ের ৪ নম্বর ক্যাম্প থেকে শনিবার (১১ জুন) ভোরগত রাত সাড়ে ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোহাম্মদ সমিন নামের ৩০ বছর বয়সী ওই নিহত যুবক ৪ নম্বর ক্যাম্পের মধুরছড়ার সি ব্লকের বাসিন্দা ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ক্যাম্পের বাসিন্দারা সমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এপিবিএনকে খবর দেয়। তারা তাকে ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, সমিনের সারা শরীরে লাঠি ও রডের আঘাতের চিহ্ন আছে। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সুরতহাল শেষে সমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে ওই ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে’।

ডিসি/এসআইকে/এফআরইউ