আকবরশাহ’র ১৪৫ ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় পাহাড়ধসে হতাহতের পর অতি ঝুঁকিপূর্ণ ১৪৫টি বসতি উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
রবিবার (১৯ জুন) সকাল ১০ টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।  বিকেল ৪টা পর্যন্ত ১৪৫টি ঝুঁকিপূর্ণ ঘর উচ্ছেদ করা হয়েছে।  অভিযানে অংশ নেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, আনসার, সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তর।  বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
এর আগে, শনিবার (১৮ জুন) দুপুরে আকবরশাহ এলাকায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শন শেষে অতি ঝুঁকিপূর্ণ ঘর উচ্ছেদের ঘোষণা দেন জেলা প্রশাসক মমিনুর রহমান।  ওই সময় তিনি বলেন, আকবরশাহসহ নগরীর অসংখ্য পাহাড়ে সরকারি খাস জমিতে ঝুঁকিপূর্ণভাবে হাজার হাজার মানুষ বসবাস করে।  যে কারণে পাহাড় ধসে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং লোকজন নিহত ও আহত হচ্ছেন।  উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া।  ধারাবাহিকভাবে পাহাড়ে ঝুঁকিতে থাকা বসতিগুলো উচ্ছেদ করা হবে।
গত শনিবার (১৮ জুন) ভোরগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের আকবরশাহ এলাকায় দুটি পাহাড় ধসের ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন।

ডিসি/এসআইকে/সিসি