সংখ্যাগত কাজের পরিবর্তে গুণগতমানের কাজ করার নির্দেশ সিএমপি কমিশনারের

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত পুলিশ সদস্যদের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নিয়মনিষ্ঠ ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় এ নির্দেশ দেন তিনি।  পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কাজের সংখ্যাগত ও পরিমাণগত দিকের পরিবর্তে গুণগতমানের বিষয়ে সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন সদ্য যোগ দেওয়া সিএমপি কমিশনার।
সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দেন কমিশনার।  সভায় পিআরএলে গমনকারী উপপরিদর্শক (এসআই) বসুমিত্র বড়ুয়া ও এসআই রেহেনা আক্তার পারভীনকে ফুলেল শুভেচ্ছা জানান সিএমপি কমিশনার।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আমির জাফরসহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সব থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

ডিসি/এসআইকে/আরএআর