কক্সবাজারে ৪০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা আটক

কক্সবাজার প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
কক্সবাজারের উখিয়ায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করেছে র‍্যাব।  বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১৩, ব্লক- ডি এলাকার কাঁঠাল গাছতলা বাজার থেকে তাকে আটক করা হয়।  আটক জয়নাল আবেদীন উপজেলার পালংখালী ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার এবং পালংখালী চোরাখোলা এলাকার হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া এবং আইন) মো. বিল্লাল উদ্দিন।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ এলাকা থেকে তাকে আটক করে কক্সবাজার র‍্যাব-১৫ এর সদস্যরা।  এ সময় তার কাছ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়ে।  তার বিরুদ্ধে পাহাড় কাটা, পাহাড়ি বনভূমি দখল করে রোহিঙ্গাদের জন্য বাজার বসানো, অতিরিক্ত টোল আদায়, লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া ও রোহিঙ্গা সন্ত্রাসীদের নিয়ে ডাকাতিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
এছাড়া তিনি গত বছর এনজিওকর্মী বান্ধবীসহ কক্সবাজারের একটি অভিজাত হোটেল থেকে গ্রেফতার হয়েছিলেন।
উল্লেখ্য, জয়নাল আবেদীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।  তার বিরুদ্ধে উখিয়া থানায় ধর্ষণ ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

ডিসি/এসআইকে/এফআরইউ