চবিতে ছাত্রী হেনস্তা : মূলহোতাসহ গ্রেফতার ৪

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তার ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।  শনিবার (২৩ জুলাই) সকাল ৯ টায় র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আফসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  তবে গ্রেফতারদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (২৩ জুলাই) ভোরগত রাত ১ টায় চবির শাহ আমানত হলে তল্লাশি চালায় পুলিশ ও প্রক্টরিয়াল বডি।  সন্দেহভাজন কেউ হলে থাকতে পারে- এমন সংবাদের ভিত্তিতে তল্লাশি করা হলেও কাউকে গ্রেফতার করা যায়নি।
এর আগে গত রবিবার (১৭ জুলাই) রাতে চবির এক ছাত্রী পাঁচজন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন।  ওই সময় তার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়।  পরে এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ দিলে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  এছাড়া অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে থানায় মামলাও করেছেন ওই ছাত্রী।

ডিসি/এসআইকে/আরএস