অদিতির খুনির পক্ষে দাঁড়াবেন না নোয়াখালীর কোনো আইনজীবী

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
নোয়াখালীতে স্কুলছাত্রী তাসমিয়া হোসেন অদিতি হত্যা মামলায় খুনি রনিসহ গ্রেফতারদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী।  এমনটিই জানিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও আইনজীবী শিহাব উদ্দিন শাহীন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিহত অদিতির বাসায় গিয়ে কথাটি জানিয়েছেন জেলা জজ আদালতের এ আইনজীবী।
অ্যাডভোকেট শাহীন বলেন, অদিতিকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ও ঠান্ডা মাথায় ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে।  এর রহস্য প্রায় উন্মোচিত হয়েছে।  এ মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী যেন না দাঁড়ান সেজন্য কথা বলেছি।  তাদের পক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলেও জানিয়েছেন।  বিষয়টি নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে জেলা আইনজীবী সমিতি।  তিনি বলেন, আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে আমরা আদালতে লড়বো।  কোনোভাবেই যেন তারা ছাড় না পান সেজন্য চেষ্টা করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ বাসায় ধর্ষণের পর অদিতির গলা ও দুই হাতের রগ কেটে হত্যা করেন রনি।  রাত ৯ টার দিকে তার অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডিসি/এসআইকে/এমএসএ