ইয়াবাসহ সাতকানিয়ায় রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী মো. শফিককে (৪৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে আটককৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আদালতে নিলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান।
পুলিশ জানায়, সাতকানিয়া থানার এসআই মো. রাজু আহমেদ পুলিশের একটি দল নিয়ে সোমবার দিবাগত রাত ১২ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘি বাজার এলাকায় তল্লাশি চালান। এ সময় যাত্রীবাহী একটি গাড়ি থেকে কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মাদক ব্যবসায়ী মো. শফিকে (৪৮) আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় সাত লাখ ২০ হাজার টাকা।
ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা করা হয়েছে। আটককৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আদালতে নিলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

ডিসি/এসআইকে/এসইউ