অস্ত্র মামলায় চট্টগ্রামের যুবকের ১৭ বছর কারাদণ্ড

আদালত প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামে অস্ত্র মামলায় সৈয়দ হোসেন ওরফে ফারুককে (৩১) ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৭ নভেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূঁইয়া এ দণ্ড দেন।
দণ্ডিত ফারুক চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন ইসলামপুর ইউনিয়নের সেগুন বাগিচা গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।
বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৭ নভেম্বর রাতে রাউজান থানাধীন রাবার বাগান গিরিছাড়া রেস্টুরেন্টের সামনে সিএনজি অটোরিকশা থেকে ফারুককে গ্রেফতার করে র্যাব। এসময় তার কাছে একে ২২ রাইফেল ও একটি এলজি পাওয়া যায়।
ঘটনায় পরের দিন ৮ নভেম্বর রাউজান থানায় মামলা করেনে র্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক আবদুল মতিন। পরে তদন্ত শেষে ৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্রে ১২ জনকে সাক্ষী করা হয়। এরপর চলতি বছরের ১৯ মে ফারুকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সবশেষ ২৭ নভেম্বর মামলায় রায় ঘোষণা করা হয়। বিচার কাজে আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ করেন।

ডিসি/এসআইকে/এনএনপি