নতুন ব্রিজ থেকে ১ লাখ পিস ইয়াবাসহ ৪ জন আটক

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম নগরেরি অন্যতম প্রবেশদ্বার বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন আনোয়ারা থানাধীন দোভাষীবাজার খোদ্দগহিরা এলাকার মৃত কবির আহমদের ছেলে মো. ইলিয়াছ (৪৫), একই গ্রামের জানে আলমের ছেলে ইমরান হোসেন রাসেল (২৪), কর্ণফুলী থানাধীন দৌলতপুর ফাজিলখাঁর হাট এলাকার মীর মাহমুদুল হকের ছেলে মীর এরফানুল হক মারুফ (২৩) এবং সিএনজিচালিক অটোরিকশা চালক ফটিকছড়ি থানাধীন ফড়িংখাইন গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে গিয়াস উদ্দিন (২৮)।
শনিবার দুপুরে তাদের বাকলিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি বলেন, কয়েকজন মাদক কারবারি অটোরিকশায় চড়ে বাঁশখালী এলাকা থেকে মাদক নিয়ে চট্টগ্রাম মহানগরীতে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অটোরিকশাটিও জব্দ করা হয়। জব্দ এসব ইয়াবার মূল্য আনুমানিক তিন কোটি টাকা।

ডিসি/এসআইকে/আরসি