রাঙ্গুনিয়ায় সাংবাদিককে জিম্মি-মারধরের অভিযোগে মামলা

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে জিম্মি ও মারধরের শিকার সাংবাদিক আবু আজাদ মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ ৪ জনকে।
রাঙ্গুনিয়া থানায় সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে করা এই মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী।
মামলার আসামিরা হলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন, চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, ইটভাটার ম্যানেজার মো. কামরান এবং মোহনের সহযোগী কাঞ্চন তুড়ির।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের পক্ষ থেকে সোমবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। একই দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতারা।
এর আগে গতকাল রবিবার সকালে উপজেলার মঘাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ রিপোর্টার আবু আজাদ।

ডিসি/এসআইকে/এসইউআর