রাঙ্গুনিয়ার সেই ইটভাটা ভেঙে দিল প্রশাসন

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের যে ইটভাটায় সাংবাদিক বেঁধে মারধরের ঘটনা ঘটে, সেটি গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (৯ জানুয়ারি) রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের এবিসি ইটভাটায় অভিযান চালায় জেলা প্রশাসন।
এর আগে ২৫ ডিসেম্বর এসব অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহের করতে গিয়ে হামলার শিকার হন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ করেসপনডেন্ট আবু আজাদ। এবিসি ইটভাটার মালিক ইউপি সদস্য মহিউদ্দীন তালুকদার মোহনের নেতৃত্বে তাকে মারধর করা হয়।
এই সময় আবু আজাদকে পিস্তল ঠেকিয়ে স্থানীয় ইউপি সদস্যের অফিসে নিয়ে দেড় ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে স্থানীয় ইউপি মেম্বার নিজের ভিজিটিং কার্ড তার (আজাদ) পকেটে ঢুকিয়ে দিয়ে ‘ক্ষমতা থাকলে যেন কিছু করে’ বলে ছেড়ে দেন।
চট্টগ্রামে সবচেয়ে বেশি ইট ভাটা রয়েছে রাঙ্গুনিয়া উপজেলায়। উপজেলার প্রায় দেড় শতাধিক ইটভাটার মধ্যে শুধু ইসলামপুর ইউনিয়নেই রয়েছে ৭০টির বেশি। এসব ইটভাটার একটিরও অনুমোদন নেই বলে জানিয়েছেন হামলার নির্দেশদাতা ও স্থানীয় চেয়ারম্যান সিরাজুল ইসলাম। তার নিজের দুটি ও অন্যদিকে ইউপি সদস্য মোহনের জমিতে ভাড়ায় চারটি ইটভাটার কার্যক্রম চলছে।

ডিসি/এসআইকে/এসইউআর