রাঙামাটিতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ২

রাঙামাটি প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
রাঙামাটি জেলার সদর উপজেলার আসামবস্তি ও মগবান ইউনিয়ন থেকে যৌথ বাহিনীর পৃথক অভিযানে অস্ত্র ও নগদ অর্থসহ দুজনকে আটক করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছে কোতয়ালি থানা পুলিশ।
এ সময় পুলিশ জানায়, কোতয়ালি থানাধীন ২নং মগবান ইউনিয়নের ১নং ওয়ার্ডের দোখাইয়া পাড়া থেকে বিন্দু লাল চাকমার ছেলে ভাগ্যধন চাকমাকে এবং অন্য আরেক অভিযানে আসামবস্তি নতুন মুসলিম পাড়া থেকে আলুংমং মারমার ছেলে সুই সিং মং মারমাকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, যৌথ বাহিনীর অভিযানে ভাগ্যধন চাকমার কাছ থেকে অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি গাদা বন্দুক, নগদ ১ লাখ ৩৭ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, ছোট-বড় ৫টি রেজিস্টার উদ্ধার করা হয়।
অন্যদিকে সুই সিং মং মারমার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, যৌথ বাহিনীর পৃথক দুইটি অভিযানে দুইজন ব্যক্তিকে অস্ত্র ও নগদ অর্থসহ আটক করা হয়। তারা স্থানীয় পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সংযুক্ত বলে আপাতত জেনেছি। তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিসি/এসআইকে/এমএএইচ