তুমব্রু সীমান্তে আবারও গোলাগুলিতে স্থানীয়রা আতঙ্কে

বান্দরবান প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্ত এলাকার মিয়ানমার অংশে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। দেশটির বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে শনিবার ভোর সাড়ে ৫টা থেকে শুরু হওয়া সাড়ে ৮টা পর্যন্ত এ গোলাগুলি চলে।
সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন, বুধবার ভোর থেকে তুমব্রু সীমান্তের শূন্যরেখায় আরএসও এবং আরসার মধ্যে গোলাগুলি চলছে। এতে রোহিঙ্গাসহ সীমান্ত ঘেঁষা বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। এছাড়া সীমান্ত এলাকায় আগুনের ধোঁয়া দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা মাহামুদুল হক বলেন, ‘সকালে কাজে বের হওয়ার সময় তুমব্রু সীমান্তে গোলাগুলি শব্দ শুনেছি। এতে সীমান্তের লোকজন আতঙ্কের মধ্য রয়েছে’।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আজিজ বলেন, ‘ভোর থেকে সীমান্তে গোলাগুলি হয়েছে বলে শুনেছি’।
তবে এ নিয়ে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডিসি/এসআইকে/এসপিআর