চমেকে হামলায় আহত ২ শিক্ষার্থী আইসিইউতে ভর্তি

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে চমেকের প্রধান ছাত্রাবাস থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে। প্রথমে স্টুডেন্ট ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাদের চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
আহতরা হলেন- জাহিদ হোসেন ওয়াকিল (২২) ও আব্দুল কাদেরের সাকিব হোসেন (২২)। তারা দুজনই চমেকের প্রধান ছাত্রাবাসের নিচতলার রুম নম্বর ৩-সি তে থাকত। তবে তাদের কারা কেন মেরেছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।
চমেক হাসপাতালে ছাত্রলীগের দুটি গ্রুপ বিবদমান রয়েছে। তবে আহতরা কোনো গ্রুপের সেটা জানা যায়নি। তবে দীর্ঘক্ষণ ধরে মারার কারণে তারা অনেকটাই সংজ্ঞাহীন ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে চমেক অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার জানান, খবর পেয়ে রাত ৮টার দিকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত। রাতে ফলোআপের জন্য তাদের মূলত আইসিইউতে রাখা হয়েছে। তাদের কারা মারধর করেছে সেটা জানা যায়নি।

ডিসি/এসআইকে/আরএআর