সাবেক মেয়র মাহমুদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৬ মার্চ

আদালত প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রথম মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাতের মামলায় ১৬ মার্চ অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফরিদা ইয়াসমিনের আদালত এই দিন নির্ধারণ করেন।
চট্টগ্রাম জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৮ সালের ১৮ অক্টোবর বাঁশখালীতে নিজ এলাকায় দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে মাহমুদুল ইসলাম চৌধুরী ‘দুর্গাদেবীর যেমন ১০ হাত আছে, তেমনি আমারও ১০ হাত আছে’ উল্লেখ করে বক্তব্য দেন। এতে সংক্ষুব্ধ হয়ে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী মামলা করেন বাঁশখালী পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক স্বপন দাশ। পরবর্তী সময়ে ওই মামলায় ২০১৭ সালের ১৭ অক্টোবর চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ গঠন হয়। এরপর মাহমুদুল ইসলাম চৌধুরী অভিযোগ গঠনের ওই আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি রিভিশন দায়ের করে।
পরবর্তী সময়ে রিভিশন বিচারিক আদালত অভিযোগ গঠন ও ডিসচার্জ শুনানীর নির্দেশনা দিয়ে মামলার নথি নিম্ন আদালতে পাঠিয়ে দেন। মামলার পরবর্তী প্রক্রিয়ায় রবিবার আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও তারিখ পিছিয়ে আগামী ১৬ মার্চ নির্ধারণ করেন আদালত।

ডিসি/এসআইকে/এনএনপি