টেকনাফে ৩ বনকর্মীকে অপহরণ করে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজার প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
কক্সবাজারের টেকনাফে অপহৃত ৩ বনকর্মীর মুক্তির জন্য ৬০ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে অপহৃতদের পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে কল করে এ মুক্তিপণ দাবি করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক পাহারা দেওয়ার সময় তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০), একই এলাকার বকছু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদুর শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)। তারা বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে টেকনাফ বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, ‘অপহৃত তিন বনকর্মীকে মুক্তির জন্য টাকা দাবি করা হয়েছে। বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি’।
এ প্রসঙ্গে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, ‘অপহৃত বনকর্মীদের পরিবারের কাছে মুক্তিপণ দাবির বিষয়টি শুনেছি। বনকর্মীদের উদ্ধারে চেষ্টা চলছে’।

ডিসি/এসআইকে/এফআরইউ