পাহাড়তলীতে আলু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
বেশি দামে আলু বিক্রির প্রমাণ পাওয়ায় চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারের মেসার্স লাকি স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মূল্য তালিকা না থাকায় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নগর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, সরকারের বেধে দেওয়া দামে আলু, ডিম, পেঁয়াজ বিক্রি হচ্ছে না বলে অহরহ অভিযোগ পাচ্ছি। এরই পরিপ্রেক্ষিতে নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিতে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় রিয়াজউদ্দিন বাজার ও পাহাড়তলী বাজারে অভিযান পরিচালনা করেছে। এসময় পাহাড়তলী বাজারের মেসার্স লাকি স্টোরে কেনা দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির প্রমাণ পাওয়া যায়। সেইসাথে প্রতিষ্ঠানটিতে পাওয়া যায়নি মূল্য তালিকাও। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

ডিসি/এসআইকে/আরএআর