বাঁশখালীর সেই স্বেচ্ছাসেবকের মৃত্যু

মু. মিজান বিন তাহের, বাঁশখালী প্রতিনিধি >>>
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৯ নম্বর গন্ডামারা ইউনিয়নের ‘সিপিপি স্বেচ্ছাসেবক’ সাইদুল আলম তালুকদার (২৪) মারা গেছেন।  ৫ দিন মৃত্যুর সাথে লড়ে হার মানে সে।  মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে গত ১২ জুলাই দুপুর থেকে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় মৃত্যু হয় তার।  শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮ টায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, সিপিপি কর্মী আলম ১২ জুলাই সকাল ১০ টার দিকে নিজ বাড়ি বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন থেকে অসুস্থ এক আত্মীয়কে দেখতে মোটর সাইকেল চালিয়ে চকরিয়ার জমজম হাসাপাতালে যায়।  সেখান থেকে বাড়ি ফেরার পথে আরাকান মহাসড়কের চকরিয়া পেট্রোল পাম্প এলাকায় পেছন দিক থেকে দ্রুতগামী একটি সিএনজিচালিত থ্রি-হুইলার ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায় সাইদুলের মোটরসাইকেল।  এসময় সাইদুল ও তার সাথে থাকা ফারুক মহাসড়কে পড়ে গিয়ে মারাত্মক আহত হন।  স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।  সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।  সেখানেই তার মৃত্যু হয়।
তিনি গন্ডামারা ইউনিয়নের পশ্চিম গন্ডামারা ১ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির মৃত ছৈয়দুল আলমের ছেলে।  সাইদুল পরিবারের একমাত্র উপার্জনক্ষমব্যক্তি ছিলেন। তার ছোট একটি বোন রয়েছে।
দুর্ঘটনায় আহত ফারুক চকরিয়ার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ডিসি/এসআইকে/এমএমবিটি