বোয়ালখালীতে মিনিবাস উল্টে নিহত ১, আহত ৭

বোয়ালখালী প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মিনিবাস উল্টে গিয়ে ১ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।  বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত যাত্রী আবদুল রাজ্জাক (৪২) বরগুনা জেলার মৃত আব্দুল মজিদের ছেলে।  তিনি বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৯ নম্বর ওয়ার্ডের শামসুল আলমের বাড়ি এলাকায় তার শ্বশুর বাড়িতে থাকতেন বলে নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো.আবদুল করিম।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, মো. শফিক এবং নাজনীন আকতারের আশংকাজনক।
থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম দৈনিক চট্টগ্রামকে আরও জানান, মিনি বাসটি (চট্টমেট্রো ছ ১১-২২১১) গার্মেন্টস শ্রমিক নিয়ে নগরীর উদ্দেশ্যে যাওয়ার পথে আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় উল্টে এ ঘটনা ঘটে।  এতে আবদুল রাজ্জাক নামে একব্যক্তি ঘটনা স্থলেই মারা যায় এবং তাৎক্ষণিকভাবে কয়েকজনকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়। আহতরা হলেন উপজেলার ইউনুচ ড্রাইভারের ছেলে মো. শফিক (২৬), ফজলুর কাদেরের ছেলে মো. কাইয়ুম (২৪), মো. মোক্তার হোসেনের স্ত্রী নাহিদ ফারজানা (২৭) ও ফুলতলার আজিজুল হকের স্ত্রী নাজনীন আক্তার (২০), রাউজানের নোয়াপাড়ার প্রবীণ বড়ুয়ার ছেলে রুকন বড়ুয়া (২১), নজরুল ইসলামের স্ত্রী রুনা আক্তার (২০) ও ফরহাদ হোসেনের স্ত্রী পলি আক্তার।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, কেডিএস গ্রুপের বাসটি খাদে পড়ে উল্টে গেলে ৭ জন পোশাক শ্রমিক গুরুতর আহত হন।  তাদেরকে চমেক হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ডিসি/এসআইকে/এমজে