সড়কের গর্তে পড়ে কাভার্ডভ্যান উল্টে পড়লো অটোরিকশার উপর

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
নগরের চান্দগাঁও থানাধীন বাস টার্মিনাল এলাকায় সড়কের গর্তে পড়ে কাভার্ডভ্যান উল্টে পড়েছে সিএনজি অটোরিকশার উপর।  এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আহত হয় সিএনজি অটোরিকশার চালক ও এক নারী যাত্রী।  সোমবার (১৭ আগস্ট) সকালে বাস টার্মিনালের পূর্বপাশে খতিব বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনার পর কালুরঘাট ফায়ার স্টেশনের দুইটি গাড়ি এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  আহতরা হলেন, হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার বাসিন্দা ইয়াসমিন আক্তার (৪০) ও সিএনজি অটোরিকশা চালক মিজান (৫০)।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বাস টার্মিনালের পূর্বপাশে খতিব বাড়ির সামনে সড়কের গর্তের কারণে কাভার্ডভ্যান উল্টে পড়ে সিএনজি অটোরিকশার উপর।  কালুরঘাট ফায়ার স্টেশনের অফিসার অতীশ চাকমার নেতৃত্বে দুইটি গাড়ি উদ্ধার কাজ চালায়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বাংলানিউজকে বলেন, সড়কের গর্তের কারণে কাভার্ডভ্যান উল্টে পড়ে সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে।  দুইজন আহত হয়েছে।

ডিসি/এসআইকে/এসএজে