সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্ত্রী নিহত, স্বামী আহত

সীতাকুণ্ড প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোছাম্মদ শায়লা আক্তার (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন।  নিহত শায়লার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায়।  তিনি মোটরসাইকেল চালক টিপু সুলতানের স্ত্রী।  সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মোটরসাইকেল চালক টিপু সুলতান ও আরোহী তার স্ত্রী শায়লা আক্তার মোটরসাইকেলযোগে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন।  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকা অতিক্রমকালে চট্টগ্রামমুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।  এতে ঘটনাস্থলেই আরোহী শায়লা আক্তার মৃত্যুবরণ করেন।  স্থানীয়দের সহযোগিতায় দ্রুত স্বামী টিপু সুলতানকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কুমিরা ফায়ার সার্ভিস।  তারা নিহত শায়লা আক্তারের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
সীতাকু-ের কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নারীর লাশটি উদ্ধার করি এবং আহত পুরুষ লোকটিকে চমেক হাসপাতালে প্রেরণ করি।  নিহত নারী ও আহত পুরুষ স্বামী-স্ত্রী বলে আমরা জানতে পেরেছি’।

ডিসি/এসআইকে/এসইউএম