একদিনে পানিতে ডুবে কাপ্তাইয়ে ৩ শিশুর মৃত্যু

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
পার্বত্যজেলা রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে গোসল করতে নেমে পানিতে ডুবে একদিনেই তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।  গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুর ও পূর্বকোদালা খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় তারা।
নিহত শিশুরা হলো চন্দ্রঘোনার রেশম বাগানের এনামুলের ছেলে মিজানুর রহমান (১২), রাইখালীর পূর্ব খন্দাকাটা এলাকার মফিজুর রহমানের কন্যা মাকসুদা আক্তার (১১), রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় চন্দ্রঘোনার রেশম বাগানের এনামুলের ছেলে মিজানুর রহমান (১২)।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে রাইখালী ইউনিয়নের দূর্গম পূর্বকোদালা খালে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টায় গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের কন্যা মাকসুদা আক্তার (১১), রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)।  পরে স্থানীয় ডুবুরীর মাধ্যমে ৪ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি জানান, কাজীপাড়া জামে মসজিদের পুকুরে ডোবা কিশোর মিজানুর রহমান স্থানীয় রাইখালী বাজারের মোড়ের সেকান্দরের দোকানে শিশু শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।  অন্যদিকে খন্দাকাটা এলাকায় নিহত হওয়া শিশু দু’জনই রাইখালী জুমিয়া পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক রবিবার (২০ সেপ্টেম্বর) বলেন, শিশুদের প্রতি আমাদের আরও বেশি যত্নবান হতে হবে।  শিশুদের গতিবিধি লক্ষ্য করতে হবে প্রতিমুহুর্তেই তাহলে এমন দুর্ঘটনা থেকে বাঁচা সম্ভব।

ডিসি/এসআইকে/এমএ