সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে ফার্নেস বিস্ফোরণে ভারতীয়সহ দগ্ধ ৭

সীতাকুণ্ড প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত (রড প্রস্তুতকারক) কারখানায় ফার্নেস বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় দায়িত্বরত অবস্থায় এক ভারতীয় নাগরিকসহ ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন।  মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাঁশবাড়ীয়া সুলতানা মন্দির এলাকার জিপিএইচ কারখানায় এই ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলো ভারতীয় নাগরিক কেওয়াল সিং চৌহান (৪৬), নুরুজ্জামান (৪০), শাহিন আলম (২৮), আমির হোসেন (২৭), টিপু সুলতান (৩৩), রাবিন্দ্র (২৫), শহিদুল ইসলাম (২৭)।  তাদের মধ্যে ৬ জনের দেহের ১৫-২০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।  অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া এলাকার সুলতানা মন্দিরের পশ্চিম পাশে জিপিএইচ ইস্পাত কারখানাটি অবস্থিত।  প্রতিদিনের মতো মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কারখানায় কাজ করছিলেন শ্রমিকেরা।  এ সময় হঠাৎ বিকট শব্দে কারখানার ফার্নেস বিস্ফোরণ ঘটে।  এতে কর্তব্যরত ৭ শ্রমিক দগ্ধ হন।  পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।  দগ্ধদের মধ্যে ৬ জনের শরীর ১৫-২০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদের চমেক হাসপাতালের বার্ণ ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।  আহত অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
ঘটনার বিষয়ে জানতে জিপিএইচ ইস্পাত লিমিটেড কারখানার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুলকে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল সংযোগটি বন্ধ পাওয়া যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ফার্নেস বিস্ফোরণে দগ্ধ ৭ জনকে চমেক হাসপাতালে আনা হয়।  পরে কর্তব্যরত চিকিৎসক একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেন এবং বাকি ৬ জনকে বার্ণ ইউনিটে ভর্তি রাখেন’।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় ৭ শ্রমিক দগ্ধের বিষয়টি আমি আপনাদের কাছেই শুনেছি।  আমি বিষয়টির খোঁজ নিচ্ছি।  তবে ঘটনাস্থলে কোনো পুলিশ যায়নি বলে জানান তিনি।

ডিসি/এসআইকে/এমএসএ