চট্টগ্রামে পোর্টসিটি হাউজিং থেকে চসিকের ৭ একর জায়গা উদ্ধার

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম নগরের পোর্ট সিটি হাউজিংয়ে অভিযান চালিয়ে ৭ একর জায়গা অবৈধ দখলমুক্ত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৮ নভেম্বর) সকালে নগরের সদরঘাট থানাধীন মাদারবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।  অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।
চসিক সূত্র জানায়, অভিযানে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের পর ওই জায়গা কর্পোরেশনের ভূসম্পত্তি শাখাকে বুঝিয়ে দেয়া হয়।
অভিযানকালে কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সদরঘাট থানা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটালিয়নের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

ডিসি/এসআইকে/আরআর