কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু, আহত ২

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
পার্বত্যজেলা রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে সড়কে চলন্ত অবস্থায় সিএনজি অটোরিকশা উল্টে গিয়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ঘটেছে।  এই ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী।  বাঙ্গালহালিয়া-রাইখালী প্রধান সড়কের কারিগড় পাড়া এলাকার পেয়ারা বাগান নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।  সিএনজি অটোরিকশাটি একেবারেই দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলেই নিহত শিক্ষার্থীর নাম রাবানা চাকমা (১৯)।  তিনি রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি এলাকার প্রিয়ব্রত চাকমার মেয়ে।  আহত দুই ব্যক্তি রাইখালী ইউনিয়নের ভালুকিয়া এলাকার পিতা-পুত্র বলে জানা গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  নিহতের চাচা রাজস্থলী উপজেলার গণমাধ্যম কর্মী সাউচিং দৈনিক চট্টগ্রামকে জানান, তার ভাতিজি রাবানা রাজস্থলী কলেজ থেকে ইন্টার পাস করেছে।  তার পরিবার বিলাইছড়ি উপজেলায় থাকে।  শিক্ষা সনদ তুলতে বাঙ্গালহালিয়া এলাকার উদ্দেশ্যে দুপুরে রওনা করে সে।  তবে সনদ নেয়ার আগেই সব স্বপ্ন শেষ হয়ে গেছে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক চট্টগ্রামকে বলেন, রাইখালীর কারিগরপাড়া ও বাঙ্গালহালিয়ার মাঝামাঝি পেয়ারা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।  দ্রুত গতিতে এগিয়ে আসা সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই রাবানা চাকমা নিহত হয়।  গুরুতর আহত অপর দুইযাত্রীকে পুলিশ উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছে, তারা আশঙ্কামুক্ত।

ডিসি/এসআইকে/এমএ