চালকের বেপোরোয়া চালনায় বাস খাদে, নিহত ৩ (এক্সক্লুসিভ ভিডিওসহ)

চাঁদপুর প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির মৌতাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছেন তিন যাত্রী।  এ ঘটনায় আরো পাঁচজন আহত হন। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বাসটি দুর্ঘটনায় পতিত হওয়ার আগে একটি পেছনের বাস থেকে করা ভিডিওতে দেখা গেছে, মারাত্মক বেপোরোয়া গতিতে বাসটি চালানো হচ্ছিল।  দুর্ঘটনার সময় সামনে আর কোনো বাহন না থাকায় আরো বড় ধরণের ট্রাজেডি দেখতে হয়নি দেশবাসীকে।
শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান জানান, বোগদাদ পরিবহনের বাসটি যাত্রী নিয়ে চাঁদপুর যাচ্ছিল।  এ সময় বাসটি শাহরাস্তি উপজেলার দোয়াভাঙা বাসস্ট্যান্ডে যাত্রী নামিয়ে চাঁদপুর যাচ্ছিল।  দুই কিলোমিটার পার হওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।  এতে ঘটনাস্থলে বাসের যাত্রী গীতা রানী দাস এবং বিভা রানী ভৌমিক ঘটনাস্থলে নিহত হন।  নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।  তাদের মধ্যে গীতা রানী দাসের বাড়ি শাহরাস্তির নাওড়া এবং বিভা রানী ভৌমিকের বাড়ি কুমিল্লার নিমসার এলাকায়।
ওসি আরো জানান, এ দুর্ঘটনায় আরো পাঁচ যাত্রী কমবেশি আহত হন।
দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়।  অন্যদিকে, শাহরাস্তি থানা পুলিশ লাশগুলো উদ্ধার করেছে।  এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

ডিসি/এসআইকে/এমএসএ