ফটিকছড়িতে ৫ বসতঘর-দোকান ও তিনটি গরু আগুনে পুড়ে ছাই

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের বাংলা পাড়া এলাকায় গরুর গোয়াল ঘর থেকে আগুন লেগে ৩টি ফার্ণিচারের দোকান, ২টি বসতঘর এবং তিনটি গরু পুড়ে গেছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে গোয়াল ঘরে মশা নিধনের জন্য দেয়া আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।  এতে, স্থানীয় মিল্লাত নামের একজনের ৩টি ফার্ণিচারের দোকান, মোহাম্মদ ঈসমাঈলের ৩টি গরু ও গোয়াল ঘরসহ দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।  আগুন লাগার প্রায় ১ ঘন্টা পর দমকল কর্মীরা আসলেও ততক্ষণে প্রায় পুরো দোকান ও গরুগুলো ভস্মীভূত হয়ে যায়।  তবে ঘটনাস্থলের কাছে কোনো জলাশয় না থাকায় অন্য জায়গা থেকে পানি আনতে গিয়ে আগুন নেভাতে দেরী হয় বলে অনেকে নিশ্চিত করেছেন।
পুড়ে যাওয়া গরুর মালিক মোহাম্মদ ঈসমাইল বলেন, আমার ৩টি গরু ও গোয়াল ঘরসহ পাশে থাকা ৩টি ফার্ণিচার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  আমরা ফটিকছড়ির শেষ সীমানায় হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতে পুরো দোকান ও গরুগুলো পুড়ে ছাই হয়ে যায়।  ভবিষ্যতে উত্তর ফটিকছড়িতে যেন একটি ফায়ার স্টেশন করা হয় সে দাবি জানান তিনি।
এ ব্যাপারে ফটিকছড়ি ফায়ার স্টেশনের ইনচার্জ পুলক কান্তি সরকার বলেন, আগুন লাগা স্থানটি ফটিকছড়ি উপজেলার শেষ সীমানা ও রামগড় থানার পাশে হওয়ায় আমরা রামগড় ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা চাই।  রামগড় ফায়ার স্টেশনে যোগাযোগ করলে তারা আমাদের জানিয়েছেন, দোকান ও ৩টি গরু পুড়ে গেছে।  এই বিষয়ে আরো তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।  পরে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো।

ডিসি/এসআইকে/এমজে