ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব পরিবারের দাবি পূর্ব শত্রুতা

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের চম্পাতলী এলাকার নাজির আলী সওদাগর বাড়ি প্রকাশ আছমার বাপের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এই ঘটনায় নি:স্ব পরিবার পূর্ব শত্রুতার জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন।  অগ্নিকাণ্ডে মাহবুবুল আলমের ঘর, ঘরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্বর্ণালংকার, মোটর সাইকেল, পাসপোর্ট, নগদ টাকাসহ প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১ মার্চ) ভোররাত ৪ টার দিকে মাহাবুবুল আলমের কাঁচা ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাহাবুবুল আলমের মেয়ে ফারজানা ইয়াছমিন বলেন, ঘরে শুধু আমার আম্মু আর আমি ছিলাম।  রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় হাঁসের ডাক শুনে আমার ঘুম ভেঙ্গে যায়।  তখন মনে হয়েছিল ঘরের পেছনে কেউ ছিল।  তারপর আমি ঘুমিয়ে পড়ি।  এর অল্প কিছু সময় পর দেখি চার দিক থেকে আগুন জ্বলছে, আমরা কোনোমতে নিজের জীবন নিয়ে ঘর থেকে বের হয়েছি।
এ ব্যাপারে পরিবারের কর্তা মাহাবুবুল আলম বলেন, অগ্নিকাণ্ডে আমার ঘরের আসবাবপত্র, আমার ২ মেয়ে ও স্ত্রী’র প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার, একটি টিভিএস মোটর সাইকেল, পাসপোর্ট, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, নগদ টাকাসহ পুড়ে ছাই হয়ে গেছে।  আমার ছেলের অপারেশন হয়েছে গতকাল, আমি ও আমার বড় ছেলে চট্টগ্রাম শহরে ছিলাম।  ঘরে কোনো পুরুষ ছিল না।  এই সুযোগে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে।  আমি চেয়াম্যানের সাথে পরামর্শ করে আইনানুগ ব্যবস্থা নিব।

ডিসি/এসআইকে/এমজেইউ