ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং এ ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুরোপুরি ভস্মিভূত হয়ে গেছে।  সোমবার (২৬ এপ্রিল) দুপুর ২ টার দিকে শাহনগর ইসলামিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফটিকছড়ি ফায়ার সার্ভিস দীর্ঘ ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনে বাঁশ-বেড়ার দোকানগুলো পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।  মোস্তফা সওদাগরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনে মোস্তফা সওদাগরের চায়ের দোকান, বাদল ডাক্তারের হোমিওপ্যাথিকের চেম্বার, মোহাম্মদ করিমের মুরগির ফার্ম, আল আমিনের মাছের দোকান, মোহাম্মদ আইয়ুবের সবজির দোকান, মোহাম্মদ নাসিরের কলার দোকান, আব্দুস সালামের মুরগির ফার্ম ক্ষতিগ্রস্ত হয়।  এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
খবর পেয়ে লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন ও ফটিকছড়ি থানার এস আই ফখরুল সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।  এসময় ক্ষতিগ্রস্তদের শান্ত্বনা দেয়ার পাশাপাশি সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।

ডিসি/এসআইকে/এমজেইউ