এক শিয়ালের কামড়ে অর্ধশত আহত চট্টগ্রামে

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি খ্যাপাটে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অর্ধশত মানুষ আহত হয়েছেন।  এর মধ্যে গুরুতর আহত অবস্থায় এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈয়খাইন এলাকায় এ ঘটনা ঘটে।  আহত বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শিয়ালের কামড়ে আহত মো. ফারুক বলেন, সন্ধ্যায় হঠাৎ একটি শিয়াল গ্রামে ঢুকে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়েছে।  এভাবে গ্রামের অর্ধশত মানুষকে কামড়িয়ে আহত করে শিয়ালটি।  আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।
কৈখাইন ইউপি সদস্য মোহাম্মদ চান মিয়া বলেন, সন্ধ্যায় শিয়ালের মতো একটি প্রাণী এসে আক্রমণ শুরু করে।  এতে আহত হন নারী-শিশুসহ অর্ধশত মানুষ।  পরে ধাওয়া করলে একপর্যায়ে শিয়ালটি পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু জাহিন মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, শিয়ালের কামড়ে আহত ২০ জনের অধিক রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে।  আহতদের মধ্যে কয়েকজনকে টিকা দেয়া হয়েছে।  বাকিদেরও জলাতঙ্ক রোগের টিকা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।  তবে রোগীর সংখ্যা কত তা সঠিকভাবে নির্ণয় করা যাচ্ছে না।

ডিসি/এসআইকে/এসইউ