মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ১১

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মো. রাসেল (২১) নামে আরও ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  ওই ঘটনায় এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১ জনে।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর সোয়া ২ টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান মো. রাসেল।  সেখানকার আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মো. রাসেল (২১) বেঙ্গল মিটে চাকরি করতেন।  বিস্ফোরণের ঘটনায় তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।  রাসেল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের কৃষক জসিম উদ্দিনের ছেলে।  তিনি মগবাজার এলাকার একটি মেসে থাকতেন।  দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়।  ঠাকুরগাঁও কলেজে অনার্সের শিক্ষার্থী ছিলেন।  পড়াশুনার পাশাপাশি গত ছয় মাস ধরে চাকরি করে আসছিলেন।
প্রসঙ্গত, গত  ২৭ জুন সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি তিন তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।   এঘটনায় এর আগে ১০ জন নিহত এবং দুই শতাধিক আহত হন।  ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়।
ডিসি/এসআইকে/এমএসএ