সীতাকুণ্ডে রেললাইনের পাশে যুবকের মরদেহ

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে রেললাইনের পাশে পড়ে থাকা মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে বাংলানিউজকে জানান ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জহিরুল ইসলাম।
ওই ব্যক্তির নাম হুমায়ুন কবির (৪৮)। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা।
এসআই জহিরুল বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। মরদেহের পাশে কাপড়সহ ব্যাগ এবং দুইটি পরিচয়পত্র পাওয়া গেছে। একটিতে লেখা আছে, তিনি চরকা টেক্সটাইল লিমিটেড নামের একটি কোম্পানির কর্মী। অন্যটিতে কাঁচপুরের এসকয়ার ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কর্মী হিসেবে পরিচিতি উল্লেখ করা হয়েছে।
স্থানীয় লোকজনের ধারণা, ট্রেন থেকে ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতে পারে। তিনি রেললাইনের পাশে জঙ্গলে উপুড় হয়ে পড়েছিলেন। পাশে পড়েছিল তার ব্যাগ। শার্ট খোলা অবস্থায় কোমরে প্যাঁচানো ছিল।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তৌহিদ বলেন, ঘটনাটি রেলওয়ের অধীনে হওয়ায় ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির পুলিশ তদন্ত করছে।

ডিসি/এসআইকে/এসইউআর