নৌকার ধাক্কায় ভেঙে পড়লো ব্রিজ

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি ব্রিজ নির্মাণের ২২ বছরেও হয়নি সংযোগ সড়ক। সংযোগ সড়ক হওয়ার আগেই ব্রিজটি ভেঙে পড়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালের দিকে একটি নৌকার ধাক্কায় এটি ভেঙে পড়ে। উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী নয়াখালের ওপরে ব্রিজটি অবস্থিত।
স্থানীয় কামরুজ্জামান লালু বলেন, সকালে ইটবোঝাই একটি নৌকার সামনের অংশ সেতুর মাঝখানের পিলারে ধাক্কা দিলে সেতুটি ভেঙে যায়। ভাঙা অংশ নৌকার ওপর পড়লে নৌকাটি খালে ডুবে যায়। তবে মাঝিসহ সহযোগীরা অক্ষত আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে আখাউড়া উপজেলা এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) অধীনে বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী নয়াখালের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়। উত্তর-দক্ষিণে লম্বালম্বি ব্রিজটির দুই গোড়ায় মাটি নেই। সমতল থেকে অন্তত ১৫ ফুট উঁচু হওয়ায় দীর্ঘ ২২ বছর ব্রিজটিতে কেউ ওঠানামা করেননি।
এ বিষয়ে জানতে চাইলে এলজিইডির আখাউড়া উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রিজটি ভেঙে যাওয়ার সংবাদ জানিয়েছেন। খবর পেয়ে উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে ব্রিজটির কাছে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি/এসআইকে/এমএসএ