সীতাকুণ্ডে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করালেন চিকিৎসকেরা

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
সাইরেন বাজিয়ে একটি অ্যাম্বুলেন্স হাসপাতাল এলাকায় প্রবেশ করছে। অ্যাম্বুলেন্সের ভেতর প্রসববেদনায় ছটফট করছিলেন এক প্রসূতি নারী। প্রসববেদনার সঙ্গে উচ্চ রক্তচাপ ও খিঁচুনি। অ্যাম্বুলেন্স থেকে হাসপাতালের শয্যায় নেওয়ার মতোও অবস্থা নেই।
হাসপাতালের ভেতর থেকে এ দৃশ্য দেখে এগিয়ে গেলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকেরা। অ্যাম্বুলেন্সেই প্রসব করানোর সিদ্ধান্ত দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ। অল্প সময়ের মধ্যে চিকিৎসক তার অন্যান্য স্টাফদের নিয়ে অ্যাম্বুলেন্সে সফলভাবে ওই নারীর সন্তান প্রসব করান। সন্তান জন্মের পর স্বজনদের মুখেও হাসি ফুটে।
গতকাল রবিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নবজাতকের মা সাজেদা আক্তার ফেনী সদর উপজেলার বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, প্রসববেদনা ওঠার পর প্রথমে সাজেদাকে ফেনী সদর হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। রোগীর অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সচালক সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাড়ি থামান। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হানির নেতৃত্বে চিকিৎসকদের একটি দল অ্যাম্বুলেন্সেই ওই নারীর সন্তান প্রসব করান।

ডিসি/এসআইকে/এসইউ